Skip to content

দুঃশাসনের নিপাত হবে – দেবশ্রী মন্ডল

আমার বস্ত্র লুট করে নেয় কামুক দুঃশাসন
অট্টহাসিতে অপমান করে আমায় দুর্যোধন।
দ্রৌপদী নই, মহাভারতেও নেই, কৃষ্ণও নয় সখা
আমার সম্ভ্রম বাঁচেনা যে তাই ভেঙে যায় মোর শাঁখা।
কৃষ্ণ ও নেই, পাণ্ডবও নেই গোটা দেশ আজ দেখে
বস্ত্রহীন হয়ে হেঁটে চলেছি তোমাদেরই রাজপথে।
দুহাত তুলেছি ভিক্ষা চেয়েছি আমারে করো গো দান
আমারে বাঁচাও, ফিরিয়ে দাওগো নারীর যে সম্মান।
অন্ধ-বধির-মূকে ভরে গেছে বুঝতে পেরেছি শেষে
ভীমও তাই আসেনি এগিয়ে আমাকে যে ভালবেসে।
তবুও ক্ষমা পাবেনা কখনো পাপিষ্ঠ দুঃশাসন
আমার হাতেই হবে যে ওদের সব পাপীর নিধন।
ব্রহ্মময়ী কালীরূপে আমি ফিরবো ওদের পিছে,
আমার খড়গে হবেই বিনাশ পাপীরা নিঃশেষে।
রক্তে ভিজিয়ে আমার হাতের মেহেদী হবে আঁকা
ভেঙে যাওয়া সব স্বপ্ন আবার আমিই সাজাবো একা।

মন্তব্য করুন