Skip to content

দুঃখ

কেউবা কাঁদে দুঃখের জ্বালায়
কেউবা করে ছল,
দুঃখে পাহাড় চুপ যে থাকে
নদীর চোখে জল।
দুঃখে কেহ যায় হারিয়ে
মানব সমুদ্দুরে,
কেউবা রাখে দুঃখ চেপে
মনের ওই অন্দরে।
কেউবা হাসে দুঃখ পেয়ে
কেউবা হারায় জ্ঞান,
পাখি সকল দুঃখ পেয়েও
উড়ে বেড়ায় ক্যান?
সাগর নিজের দুঃখ মেটায়
জোয়ার ভাটার দ্বন্দ্বে,
দুঃখ মেটায় বাতাস তাহার
তীব্র ঝড়ের ছন্দে।
গাছের দুঃখ যায় না বোঝা
নেই যে কোনো ছাপ,
পশু কাঁদে করুণ সুরে
পেয়ে দুঃখের চাপ।
দুঃখে কারও স্টাটাস কাঁদে
অনলাইনের খোপে,
কেউবা কাঁদে উচ্চ স্বরে
কেউবা শুধুই ফোঁপে।
তোমার দুঃখ মেটাও তুমি
রাগ আর অভিমানে,
আমার দুঃখ মেটে কিসে
বলবোনা এক্ষণে!!

মন্তব্য করুন