Skip to content

দীর্ঘ ভুলের ইতিহাস – সৈয়দ আশিকুল ইসলাম

যারা ভুলে যায়
লক্ষ চুমুর দীর্ঘ ইতিহাস ভুলে যায়,
পাঁজরে পুষ্পের ঘ্রাণ ভুলে যায়,
বক্ষ জুড়ে ফুটে থাকা ফুলের মানচিত্র ভুলে যায়,
বুকের ভেতর জড়িয়ে কাটানো সহস্র দুপুর ভুলে যায়,
চেনা প্রিয় গন্ধের গভীর অনুরাগ ভুলে যায়।
ভুলে গেলে,
চুলের মাতাল দোলনচাঁপার সুগন্ধ ফুরায়।
অপেক্ষার প্রহর গুনতে থাকা প্রেমিকের ব্যাকুলতা ভুলে যায়,
অভিমান শেষে প্রেমের মিষ্টি রসায়ন ভুলে যায়।
যারা ভুলে যায়,
সত্যিই কি ভুলে যায়?
ভুলে যাওয়া যায় দুটি হৃদয়ের এক সুরে গাওয়া গান?
ব্যাকুলতায় ভরা দীর্ঘ ইতিহাস?

মন্তব্য করুন