Skip to content

দিব্যেন্দু ঘোষ – ডানা

আমি নিজে দেবতা নই
যারা মনে করে দেবতা তাদের
আমি তাদেরও নই

আমার কোনও পাপ নেই

যেটুকু পুন্য সঞ্চয় করেছিলাম
গোপনে গাছের গোড়ায় জল ঢেলে
সেসব শূন্য হয়ে গেছে
গোটা জীবন বারুদের দেশলাই কিনে

আমি অনেক আগুন জ্বালিয়েছি
কিন্তু আমার কোনও পাপ নেই

এখন প্রার্থনা করি সেই গাছের কাছে দাঁড়িয়ে
পরের জন্মে ডানা দিও—
কবিতার মতো উড়বো আকাশে

মন্তব্য করুন