Skip to content

দিনমজুরের ইতিকথা -রমেন মজুমদার

দিন মজুরের ইতিকথা
রমেন মজুমদার
23/07/23

কোথায় ছুটছ তুমি?-ওহ, পেটের জ্বালায় বুঝি?
ঘর ছেড়েছ তবে ?-করবে কি আর ভবে ?
নুন আনতে পান্তা ফুরোয় দিনগুজরানে;
রেলের চাকায় ছুটছে জীবন প্রতিদিনে।

দিন মজুরের ফেরিওয়ালা দিন কাটে তার রেলে,
কখন বা ব্যবসা মন্দা,কখন’বা মাছ বিক্রি সাইকেলে,
এমন করেই দিন চলে যায়,নুন-পান্তা ফেনে;
অসুস্থ বউ ঘরের মধ্যে!অর্ধ অনাহার,কাটছে ক্রন্দনে।।

জগৎ খানাই রঙিন রঙের থাকলে টাকা ঘরে,
কেউ বা আবার বস্তিঘরে থাকেন অনাহারে।
জীবন নামের জীবন আছে,মানবতা মরেছে…
রেলের চাকায়,কুলিমজদুর জীবন বুঝি হেরেছে?

দুর্বলের নেই অর্থকড়ি, রাস্তায় ভিক্ষুক গড়াগড়ি!
ধর্মশালায় পাণ্ডাদের দল; নিরীহজন ধরাধরি…
পূজার নামে ছল চাতুরী,পকেট মারি করে বলে হরি হরি!
দিনগুরানের জীবন চাকায় প্রেমের মূল্য গেছে মরি।।

মন্তব্য করুন