Skip to content

দার্জিলিং – রাজা চক্রবর্তী

পাহাড়ের রানি তুমি, তুমিই দার্জিলিং
শুভ্র কুয়াশার চাদরে মোড়া তোমার সিলিং।
আঁকা বাঁকা পথ, জড়িয়ে বুকের কাছে
সবুজে শাড়িতে তোমার দেহ জুড়ে আছে।

ধাপে ধাপে চা বাগান, সাজানো ছোট ঘরে,
ছোট খাটো মানুষ গুলো ছোট আশার তরে।
কত ফুটে রক্ত গোলাপ কুজ্ঝটিকার ঘুমে,
ব্যাকুল আবেগে ছুটি বারবার তাঁকে চুমে।

কতবার ভালোবেসে গিয়েছি তোমার দোরে,
জাপ্টে ধরেছি তোমায়, হেঁটেছি গিরিপথ ধরে।
সুর্যের মুগ্ধতায় নয়ন মেলে দেখি টাইগার হিল,
শৈল শিখরে আলোর বিচ্ছুরণে করে ঝলমিল।

খাদের রেলিং ধরে দাঁড়িয়ে থেকে দেখি,
বাক্সের রেল গাড়ী ছুটে চলে এঁকেবেঁকে সে কি।
হুইসেল দিয়ে মিলে যায় তোমার আঁচল তলে,
সে য়ে অপরূপ দৃশ্য চোখের পলকে যায় খেলে।

নেপালিরা গানের তালে, শরীর দোলায় রাতে,
গিটার ও টুংনাতে কত গানের সুরে তে মাতে।
রাতে আলোর মশাল জ্বলে দার্জিলিং পাহাড়ে,
ম্যালে বসে গল্পের ছলে উপভোগ করি তাহারে।

1 thought on “দার্জিলিং – রাজা চক্রবর্তী”

মন্তব্য করুন