Skip to content

সাগর থৈ থৈ মুসল ধারা দারুণ শ্রাবণ মাস।
চারিদিকে কদম ড্রাগন হরেক ফুলের ত্রাস।
বুক উঁচিয়ে নদীর জলে জেলের সারা রাত,
মাছ ধরে সে দুঃখ ঢাকে কামায় দু’হাত ।
ঝড় উঠে ওই বিজলী আলোয় গগণ চু্ম্বন,
তাই না দেখে হৃদয় ঘরে উঠে কম্পন।
পীচ ঢালা রাজ পথের নাই তো কোন দাম,
কাঁদা মাটি -নোংরা পানি -জীবন সংগ্রাম।
জলের নৌকা ডাঙ্গায় ভাসে এইতো পরিনাম,
মশার দলে দখল করে ডেঙ্গু শিরোনাম
তৈ তৈ রাস্তার জলে দারুণ শ্রাবণ মাস,
নদী দখল , খাল দখল -দস্যুর পৌষমাস।
বৃষ্টির ধারা শ্রাবণ মাসে জাতির সর্বনাশ !
ড্রেন নাই, খাল নাই বন্যার উল্লাস।
শ্রাবণ মাস আসার পরে ভাঙলে বিশ্বাস।
নদী ভরাট, খাল ভরাট, আমার চৈত্রমাস।
—————————————–

মন্তব্য করুন