Skip to content

দাঁত থাকলে দাঁতের ব্যথা – বিকাশ চন্দ্র মণ্ডল

খুব কষ্ট দায়ক দন্তব্যাধি
অসহ্য যন্ত্রণা দেয় নিরবধি।
কখনো বালিশ চাপা দিয়ে
কখনো লবঙ্গ ফুল মুখে নিয়ে
ব্যথা তোর আর যে কমে না ?
গুরুজনদিগের পরামর্শে
ডাব হিং, কচি পেয়ারা পাতা
পটাশিয়াম পারমাঙ্গানেট জল।
আরো কত কি যে আসে
তবুও হয় না তো ব্যথার উপশম।
ঝাড়ফুঁক – তুক তাক – কবজ ধারণ
তক্তাতে গালের ছায়ায় পেরেক গাঁথন।
কানের ওপরে রেখেছি শেকড় বাকড়
সরিষার তেল, ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবাণুর খেল।
কোন কিছুতেই পাইনা যেন তবুও স্বস্তি
কী যে তখন আমরাও সমস্যায় পড়েছি।
এখন ছেলেকে এনেছি চিকিৎসায়
পপুলার নার্সিংহোম, মেচেদায়
দাঁত ব্যথাও বংশগতি নাকি ?

মন্তব্য করুন