Skip to content

দহন

বাড়ির খুব কাছাকাছি থাকে চারটে কুকুর
রাত্রি ঘনিয়ে এলে ওরা জনসভা করে
আমি কান পেতে শুনি, আজকাল আমার চোখে ঘুম নেই।
মাথার বাম দিকটা থেকে থেকে যন্ত্রণা করে
চিৎ হয়ে শুয়ে থাকি,আমার উরুতে জমে একাকী বিষন্নতা সন্ধ্যায় মাধবী লিখেছে, কোন কিছুর কেয়ার করেনা সে
এই সত্য সকলের জন্য সমানভাবে প্রযোজ্য
আমার অনুভূতির সাফাই গাইছি না তবু
শেষ কবে আমাদের কথা হয়েছে ভুলে গেছি আমরা
এই শতাব্দীর বুকে দাঁড়িয়ে ভালোবাসা প্রার্থনা কেন করি?
কেন চাই নিরূপম স্পর্শ আজও, কেনই বা দৃষ্টি-আলিঙ্গন?
জন্মেছি মনুষ্য হয়ে তবু এ মন কেন পক্ষীসদৃশ?

রাত্রি, ও রাত্রি- প্রশ্নবানে জর্জরিত করছো কেন আমায়?
উত্তর দাও।

মন্তব্য করুন