Skip to content

তোর স্মৃতি আঁকড়ে ধরে – মোঃ আমিনুল এহছান মোল্লা

এখনো বেঁচে আছি তোর স্মৃতি আঁকড়ে ধরে,
তুই ছাড়া কে আছে বল আমার এই শুন্য নীড়ে ?
যদিও তুই চেয়েছিলি অঙ্গে অঙ্গে যুদ্ধ
আমি চেয়েছি হতে হৃদয় হৃদয়ে ঐক্যবদ্ধ
তুই অভিমান করে চলে গেলি,ভুলে গেলি
কত খুঁজেছি এই মেঠো পথ এই শহরের অলি গলি।
তুই আর হলি না প্রণয়ের সারথী এই জীবনে
তুই তো এসেছিলি ভালবাসা নিয়ে এই মনে
আর আমিও চেয়েছিলাম, খুব করে চেয়েছিলাম
জানি না এখন তুই কোথায় আছিস এই ধরাধাম !
এখনো বেঁচে আছি তোর স্মৃতি আঁকড়ে ধরে,
তুই ছাড়া কে আছে বল আমার এই শুন্য নীড়ে ?
তুই যে স্বপ্নগুলো বুঁনেছিলে সেগুলোর কি হলো !
আজ তুই নেই তবুও একটা প্রেমের গল্প ছিলো
এখনো বেঁচে আছি সেই স্মৃতি আকড়ে ধরে-
তুই শুধু শুধু বলেছিলি ভালবাছিস আমারে–
————————————————–

মন্তব্য করুন