Skip to content

তোর শহরে – মোঃ হেলাল খান (চাঁদ)

কবিতা
তোর শহরে
মোঃ হেলাল খান

প্রাতঃকালে তোর শহরে
ছদ্মবেশে আসি,
নিপুণ ভাবে সুখের ভেলায়
নিত্য দিনি ভাসি।

কোন আমেজে মন মাঝিরে
ছুটলি রং এর মেলায়,
তোর হাসিতে শুভ্র জলে
ভিজবো মেঘের ভেলাই।

তোর মায়াতে মন পাড়াতে
দুলছে আমার তরী,
সুখ সাগরের ঢেউ জোয়ারে
আইনা দিব পাড়ি।

তোর ছায়াতে থাকবো মিশে
হোক না যতই ঘোর,
রং তুলিতে আঁকতে বাকি
আবছা ছবি তোর।

তীক্ষ্ণ পুলক আসুক ধেয়ে
হর্ষ পাড়া ভরে,
দন্দ পাচিল যাক ভেঙ্গে যাক
সিদ্ধি পবন বয়ে।

উষ্ঠ জুড়ে তোর হাসিতে
ভরুক আমার মন,
যাক চলে যাক দুঃখ আড়ি
আদত সুখের কোণ।

মন্তব্য করুন