Skip to content

মুক্তি, মুক্তি, তোমার বাড়ি যাবো,
স্বাধীনতা, তুমি কি আর আমার কথা ভাবো?
মুক্তি যুদ্ধের চেতনা নেই বাংলার তরুমূলে,
ভাঙছে গাড়ী জ্বলছে আগুন গণতন্ত্রের স্কুলে।

রক্ত ঝরুক প্রাণ যাক সে ক্ষমতা ধর
মঞ্চে বসে অঙ্ক কষে বজ্র কণ্ঠ স্বর।
মিছিল হলো, মুক্তি চাই, পথের পর পথ,
কোথায় আছে তোমার বাড়ি যাবো দিবা রাত !

মুক্তি চাই, মুক্তি চাই শ্লোগান বড় ভালো,
নাটের গুরু এলেই তখন রঙ তার কালো।
মুক্তি আজ কারারুদ্ধ দেশদ্রোহীদের ঘরে;
জনতা এখন দাউ দাউ অনল রাজ পথে মরে।

মুক্তি, মুক্তি, তোমার বাড়ি যাবো,
শুনছো কি কেউ, আমি স্বাধীন বাংলার হবো।
————————————-

মন্তব্য করুন