Skip to content

তোমার কাছে চলে!- মাহমুদুল মান্নান তারিফ

কবির ধর্ম কাব্য লেখা কাব্য প্রীতি মনে,
ধ্যানেধ্যানে সময়টারে কাটানো নির্জনে।
কবির মনে কত্ত কথা রইছে পড়ে জমা,
লেখে যদি মনের কথা চাইতে হবে ক্ষমা!

আচ্ছা বল সাচ্চাটারে কেমনে গোপন করো?
সইতে যদি নাইবা পারো মনের জ্বালায় মরো।
লেখবে কবি কত্ত কিছু তার মনে যা আছে,
যন্ত্রণাটা বাড়ছে কারো বলছ কিছু পাছে?

কবির ধর্ম সত্য বলা সংগ্রামে পা ফেলা,
পদ্য পড়ে বল কেন অমনি ক্ষেপে গেলা?
না দেয় কবি অন্যায়ে পা না তার মাথানিচু,
আচ্ছা বল কেন তুমি ধরছ তারই পিছু?

চায় না কবি ক্ষতি কারো তারই দ্বারা হবে,
নিঃশ্বাসে সব কষ্টভরা, কবির বিশ্বাস রবে।
কবি যিনি নন দেমাগি, শত্তুও নন কারো,
বাঁকাপথে হাঁটলে তুমি ধরে সেতো ঘাড়ো!

আচ্ছা বল কবির পদ্যে তোমার কেন জ্বলে?
কবির কাছে যা চলে না তোমার কাছে চলে!

লেখক;
প্রভাষক; মাথিউরা সিনিয়র ফাযিল (ডিগ্রি)মাদরাসা
বিয়ানীবাজার, সিলেট। মোবাইল;01715357517
রচনাঃ ১৬ জানুয়ারি ২০১৮

মন্তব্য করুন