Skip to content

তোমায় ধন্যবাদ – অভীক মল্লিক

শুনছো বসুন্ধরা
তোমাকে এখনো গোধূলির বেলাশেষে
ধন্যবাদ জানাতে ইচ্ছে হয়,
সত্যিই খুব ইচ্ছে হয় আমার ব্যস্ততম জীবন যাপনের রুটিনের খাতাটাকে
একটানে ছিঁড়ে ফেলে ছুটে গিয়ে বলে আসি
তোমাকে অসংখ্য ধন্যবাদ ।
হয়তো তুমি আমার জীবনে থাকলে
আমার সোনালী অতীতের স্মৃতি রোমন্থনের
সময় আর শোনা হতো না —
ব্রততীদির কন্ঠে রবিঠাকুরের “হঠাৎ দেখা” কবিতাটি।
তুমি যদি আমারে আরো ভালবাসতে
তবে, প্রেমের দূর্নিবার সুখ হাতছানি দিয়ে ডাকতো না দুঃখের গান শুনতে।
তোমার আমার ভালবাসা
যদি ক্ষনিকের না হয়ে দীর্ঘমেয়াদি হতো
তবে আমার আর কলেজেস্ট্রিটের কলরবে নববর্ষে প্রেমের সংকলন খোঁজ করা হতো না।
তোমার নতুন ঠিকানা অজানা বলে
আমার দেওয়া ধন্যবাদ তোমার কাছে পৌঁছবেনা,
তবুও ঘরের নির্জন কোণে প্রত্যেক বসন্তে তোমায় অশেষ ধন্যবাদ জানাবো।
তুমি না চলে গেলে‌
কত কিছু জানা বোঝা হতো না ,
তাই আজও স্পষ্ট ভাবেই বলতে চাই
বসুন্ধরা তোমায় অশেষ ধন্যবাদ।

মন্তব্য করুন