Skip to content

তোমাতে বিলীন – মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী

তোমাতে বিলীন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৫-১২-২০২৩ ইং

তোমাতে বিভোর পাই তোমাতেই সুখ,
দুঃখ ভুলি অবিরত দেখে ওই মুখ।
আঁধার ঘরের আলো আকাশের চাঁদ,
চাঁদের বুকেও দাগ তোমাতে না খাদ।

কি করে যে দেবো বলো তোমার উপমা ?
তোমার উপমা তুমি নাই যে তুলনা।
তুমি চাঁদ তুমি তারা তুমি ফুল পরী,
রূপ দেখে বেসামাল আহা লাজে মরি!

চাঁদ হয়ে আলো করো আলোকিত ঘর,
তারা হয়ে মিটিমিটি জ্বলো নভোচর।
ফুল হয়ে ফুটো বাগে সুবাসের ঘ্রাণ,
তুমি সুখ তুমি দুখ এ দেহের প্রাণ

তোমার আশাতে বাঁধি স্বপ্নের বাসর,
সুখের প্রদীপ তুমি যশস্বী আসর।
মন চায় যেন পায় হাশরের মাঠে,
সদা রচি তব নাম কবিতার পাঠে।

কত আশা ভালোবাসা তোমাকেই ঘিরে!
যেথা যাই ছুটে আসি বারবার ফিরে।
ভালোবাসি তব হাসি তোমাতেই বধূ, 
নিজেকে বিলীন করি পুষ্পে ভরা মধু।

মন্তব্য করুন