Skip to content

তোমাকে রেখেছি এই পিঞ্জরে- মোঃ আমিনুল এহছান মোল্লা

হৃদয়ের এই স্পন্দিত ধরায়
আজও খুঁজে বেড়ায়, শুধু খুঁজে বেড়ায়
যদিও তুমি অনেক দূরে
তবুও তোমাকে রেখেছি এই পিঞ্জরে
কি যে তড়িৎ কম্পন ওঠে নিরব নিভৃতে
তার কিছু কি অনুভব করো
এই দেখ মিস করি , কতো মিস করি
সারাক্ষণ মিস করি—
অথচ তুমি এখনো নিশ্চুপ, এখনো গোপন
কি রহস্যময়ী তুমি! কি বৈচিত্রময়ী—
সারাক্ষণ মিষ্টি হেসে যাও, চোখে চোখে
কথা বলো, ঠোটে যেন রাঙা ফুল
কাজল কালো চোখে অপলক দৃষ্টি
কিছু একটা বলো, শুধু মুখে বলো না
আমি ঢের বুঝতে পারি, তুমিও
কিছু একটার তৃষ্ণায়-
জেনে রেখো,তোমাকে রেখেছি এই পিঞ্জরে
এই তুমিকে সত্যি আমি অনেক ভালোবাসি।
—————————————–

মন্তব্য করুন