Skip to content

তেমার আগমন,(আবদুল্লাহ)

ভেবেছিলাম আমি শূন্য,
রিক্ত এ জীবন হয়তো সত্যিই নগন্য।
একাকীত্ব জীবনকে ঠেলে দিয়েছিলো শেষ সীমানায়,
ঘিরে নিয়েছিলো নিস্তব্ধ এই আমায়।

বিষন্নতায় কাটছিলো কিছু সময়,
তুমি প্রদীপ হয়ে নিভিয়ে দিয়েছো নিস্তব্দ সে সময় ।
পেতে দেও না ছোট্ট ছোট্ট নীরব বেদনা,
তাই তো স্পর্শ করতে পারেনা কোনো যন্ত্রনা।

জীবন পূর্ণ হয়েছিলো যেনো অপূর্ণতায়
তোমার আগমনে এ জীবন,
ভরে গেছে রঙিন পূর্নতায়।

মন্তব্য করুন