Skip to content

তৃষ্ণার্ত হৃদয় – কল্লোল সরকার

দেখা হয়নি!
অনেকদিন তোমার সঙ্গে আমার দেখা হয়নি।
অসহায় মনে হচ্ছে নিজেকে
দিনের আলোতে যেন আঁধার নেমে আসছে জীবনে।
চারিদিকে তাকিয়ে থাকি
তাকিয়ে থাকি তো তাকিয়েই থাকি।
আজকাল কিছুই যেন ভালো লাগে না আর
আমার ভালোলাগার পৃথিবীটা যেন ছোট হয়ে আসছে।
ভালো লাগেনা শিশিরের ছোঁয়া,
যে শিশিরের ছোঁয়া আমার শরীরে শিহরণ জাগাতো!
ভাল লাগে একা একা,
শুধুই একা।
জানালা দিয়ে তাকাতেই চোখ পড়ল আকাশের দিকে
তারা গুলো যেনো মিটমিট করে জ্বলছে,
চোখ দুটো নিমেষে হারিয়ে গেল স্বপ্নের দেশে।
কিছু একটা লেখার জন্য কলম ধরলাম!
আমার হাত যেন কাঁপছে,
হৃদয়ে হাহাকার জেগে ওঠে
চোখ দুটো লাল হয়ে,
অঝোর ধারায় অশ্রু বৃষ্টি নেমে আসে।
ভিজিয়ে দিলো,
ভিজিয়ে দিলো আমার শুকনো হৃদয় টাকে।
আমি কাঁদবো,
নিরবে কখনো একা হাসবো,
তৃষ্ণার্ত হৃদয় নিয়ে শুধু তোমার জন্যই অপেক্ষা করে থাকব।
জীবন যতদিন থাকবে আমি তোমাকেই ভালোবাসবো
না হোক কোনদিন দেখা না হোক,
আমি তোমাকে হৃদয়ের আয়নাতেই বারেবারে দেখবো।
যদি, কোনদিন আর দেখা না হয় আমাদের?
তাহলে তুমি আমাকে ভালবাসবে তো?
স্মৃতিগুলো মনে রাখবে তো?
বিষাদ ছুঁয়েছে আজ আমাকে
শূন্য পথের দিকে থাকি সারাক্ষণ তাকিয়ে।
আজ মন ভালো নেই,
বিষাদ কে দূরে সরিয়ে আমি ভালোবেসে বাঁচতে চাই।
কিন্তু,
ঈশ্বর প্রদত্ত দগ্ধ হওয়ায় আমি যেন পুড়ে ছাই।
এভাবে দগ্ধ হয়ে কি বেঁচে থাকা যায়?

মন্তব্য করুন