Skip to content

তুল্যতা – উত্তম চক্রবর্তী

কিছু স্বাধীন সত্তা প্রকৃতিতে আপন
মনে ঘুরে বেড়াই খুশিতে;
জানিনা এদের দুঃখকষ্ট আছে কিনা
কতো মজা এদের দেখতে!

ছেলেটি জানালার পাশের ফুলগাছে
স্বচ্ছন্দ পাখিকে দেখে বলে;
আহা তুমি কতো নিরাপদ বাঁধাহীন
মনের আনন্দে ডালে ডালে…

ভালো-তো লাগেনা সারাদিন পড়ালেখা
স্থিরীকৃত ছকে অবরুদ্ধ;
যদি মুক্ত পাখি হতে পারতাম তবে
চলতাম আজ সংঘবদ্ধ!

নিয়ন্তা হয়তো সবার জীবনে কিছু
সুনির্দিষ্ট কাজ দিয়েছেন;
সকল সত্তাকে হয়তো সমানভাবে
সমতা দিয়ে পাঠিয়েছেন!

তাং – ২১/০৬/১৮

মন্তব্য করুন