Skip to content

তুমি

তুমি যখন নাচবে তখন ঠিক প্রজাপতির মতো লাগবে।
প্রজাপতি যেমন উড়ার সময় একটু উপরে আরেকটু নিচে,কিছুক্ষণ ডানে আবার বামেও যাই।ঠিক ঐরকম লাগবে যেটাকে আমরা সুন্দর বলে। ধরি না, ছুঁই না।অতএব তুমি আসবে বসবে হাতের উপর। আমি ফুঁ দিয়ে দেখবো তুমি চলে যাও কিনা। যদি থেকে যাও যাইও আমি আর তোমায় উড়াবো না।।
শুধু বলবো ফুল তুমি নষ্ট করিও না। কারণ ফুল যে ভালোবাসার প্রতীক।
তুমি যখন কান্না করবে তখন ও অনেক কিছু নির্দেশ করবে। তোমার ও এমন লোক আছে যারা ভাববে তোমার কান্না হয়তো আমাবস্যা কিংবা পূর্ণিমার রাতে জোয়ার আাসা ঐ সমুদ্রের স্রোত।
কেউ কান্না করবে আবার কেউ হাসবে।যারা কান্না করবে তারা তোমার লোক যারা তোমার নামে গলা পাঠায়।আর যারা হাসবে কারো মনের কষ্টে তারা জানো তো ইন্দ্রজিৎ এর মতো দেবতার ভক্ত। তুমি কান্না করিও জোয়ার আনিও কিন্তু বিচ্ছেদ করিও না। কারণ বিচ্ছেদে যে বিশ্ব ভূমন্ডলে কান্নার জোয়ার আসে।

মন্তব্য করুন