Skip to content

তুমি

আমি- যাহারে ভালবাসিতাম।সে নাহি দিল ভালবাসার, ন্যায্য কোনো দাম।খেলিয়াছে পুতুল খেলা।দিনের পর দিন ঠকাইয়াছে মোরে,এ প্রেমে করিছে হেলা।আমারে দেখিয়াও দেখিতে না পায়,মুখ লয় ঘুরাইয়া।অন্য কাহার মুখপানে থাকে-ভালবেসে চাহিয়া?বেদনায় মোর বক্ষ ফাটিয়া-ছারখার হইয়া যায়।মোর পানে নাহি কোনো ভ্রুক্ষেপ,আমি আজ অসহায়।তবুও তোমার স্মৃতি বিজড়িত,সেই স্মৃতি জড়াইয়া।ফেলিব কয়েক অশ্রুফোঁটা,নিজেরে লুকাইয়া।কয়েক বৎসর গেল অতীতে,আমি বসিয়া আছি নিজ চিত্তে-বটের ছায়াতলায়।হঠাৎ দুজন নারী আর নর,আসিয়া বসিল ছায়ায়।দুটিকে দেখিয়া মনে পড়িল,অতীত কালের কথা।সেই প্রিয় মুখ,সেই ভালবাসা-আজও মনে দেয় ব্যথা।পকেট হইতে বাহির করিনু-তাহার একখানা ছবি।এই ছিল বাকি শেষ স্মৃতি তার,সাক্ষী চন্দ্র রবি।ছবিখানা পাশে রাখিয়া,ভাবি বিষাদগ্রস্ত হইয়া।হঠাৎ প্রবল হাওয়ায় গেল,ছবিখানা উড়াইয়া।অনেক খুঁজিয়া,অনেক যাচিয়া।পারিলাম না তা ফিরে।তুমি নেই সেই স্মৃতি নেই তাই-ছবি হবো চিরতরে।

মন্তব্য করুন