Skip to content

তুমি যে মৃত্যুঞ্জয়ী দিবাকর -নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

কত রক্ত ঝরে আজ- কত রক্ত রক্ত ঝরে,
সেদিনের রক্তস্মাত বান চিত চমকে আবার !
জাতি হারিয়েছে পথ, হারিয়েছে দিপালী.
কত রক্ত ঝরে আজ- কত খোঁজে বাঙালি।
সে তুমি কান্ডারী, কি উচ্ছাস ভরে.
ছুটেছিলে কল্লোলি, ঘূর্ণি তুফান হারাবার !
সে তুমি !
অমর কবিতা রচেছিলে সোনার বাংলার ।
লক্ষ শহীদের রক্তে এনেছিলে নব কলেবরে
লাল-সবুজের মুক্ত নিশান বিশ্ব প্রান্তরে।
সে তুমি জ্যোৎনায় হেরি রাত্রির অন্ধকার,
ঘাতকের বুলেটে ভেঙ্গে চূড়ে-চূড়মার
শত স্বপ্নের বাতিঘর !
তবু তুমি আছো এ বাঙালির হৃদয় সংসার
রক্তে পাওয়া লাল-সবুজের সমাহার !!
তুমি যে মৃত্যুঞ্জয়ী দিবাকর !
শেখ মুজিবর রহমান, নিঃশেষ হবে না
কালজয়ী রক্ত তোমার—–
——————————————

মন্তব্য করুন