Skip to content

তুমি বিবেক বন্ধে খুলেছো পাপ!—(মাহ্ফুজ নবীন)

তুমি এক মহান নেতা
বলো সব কত কথা
এই রাষ্ট্রের ক্ষমতা তোমার
তুমি আমাকে বাঁচাতে চাও?
তবে একমুঠো খাদ‍্য দাও
দাও আমার মৌলিক অধিকার

তুমি শুধুই বলো গনতন্ত্র
এটা কিসে উপকারী মন্ত্র?
যদি পার্থক্যই তোমার- আমার?
কত অনুরোধ করো ভোটে
বলো ভাগ্যে কিতা জোটে?
দেখি গাড়ি- বাড়ি সবই তোমার!

আমি আজো উপবাসি
তুমি কি নয় সর্বনাশী!
তোমার হৃদয়ে আমার স্থান কৈ?
আমি কত যন্ত্রণা সহ‍্য করি
রোজ ভবঘুরে পথে ঘুরি
বলো কেন ভবে, আমি মানুষ নই?

জাত আছে গায়ে লেপে
তোমার সুখ কেবা মাপে?
প্রতিশোধে কষ্টে দেই অভিশাপ
তোমার ইচ্ছাতে সব মেলে
চাইলেই আমায় পাঠাও জেলে
তুমি বিবেক বন্ধে খুলেছো পাপ।

মন্তব্য করুন