Skip to content

তুমি তো ক্ষনিকের অতিথি অভীক মল্লিক

তুমি তো ক্ষনিকের অতিথি
অভীক মল্লিক
তুমি তো ক্ষনিকের অতিথি হয়েই এসেছিলে ,
আমার মনের দুয়ারে।
ভালোবাসা নিতে না কি দিতে?
না সে প্রশ্নের উত্তর আমি আজও জানি না ।
জানি না তোমার ঠিকানা, তুমি কোথায় আছো? কেমন আছো?
এসব প্রশ্নের উত্তর আমার অজানা।
মনে পড়ে সেই কলেজস্ট্রিটের
সামনে ট্রামে প্রথম তোমায়
দেখেছিলাম,
সেই সদ্য ফোঁটা গোলাপ হাতে
নিয়ে এসেছিলে আমারকাছে
তুমি দেখেছিলে যে সব স্বপ্ন ,
সে সব স্বপ্নে জল ঢেলেছিল আমার কর্ম ব্যাস্ততা ।
তোমার আবেগ পূর্ণ ভালাবাসার মূল্য দিতে পারিনি বলে,
একটু অপেক্ষাতে দাঁড়িয়ে থাকো নি।
কেনইবা সময় তুমি সময় কাটাবে দীর্ঘ অপেক্ষায় ? তুমি তো এক ক্ষনিকের অতিথি!

মন্তব্য করুন