Skip to content

তুমি ছিলে বলে মুজিব

হে ক্ষণজন্মা সিংহ পুরুষ মুজিব
তুমি বাংলায় জন্মে ছিলে বলে
বাংলার মানুষ পেয়েছে স্বাধীনতা,
পেয়েছে ফিরে সমগ্র অধিকার স্বাধীকার।
তুমি ছিলে বলে বাঙালি পৃথিবীর বুকে
পরিচয় দিতে পারছে স্বাধীন জাতি হিসেবে।
তুমি কভু আপস করো নি অন্যায় অবিচারের কাছে
মৃত্যুর মুখে দাঁড়িয়ে থেকেছ বাঙালির জন্য
পাকিস্তানীসেনাবাহিনীর বুলেটর কাছে,
তোমার অবদান কভু ভুলবার নয়,
তাই তো তোমারে মুজিব
বাঙালি জাতির পিতা কয়।

রচনাকালঃ
১৭/০৩/২০২১

1 thought on “তুমি ছিলে বলে মুজিব”

মন্তব্য করুন