Skip to content

তুমি কি আসবে?

কোন এক মেঘমেদুর দিনে
যদি আমি ডাকি, তুমি আসবে?
অভিমান ভুলে হাতেহাত রাখবে
বর্ষার প্রথম শ্রাবণ ধারায় ভিজবে
ভেঙ্গেচুরে আবার হৃদয়ে প্রেম জাগাবে
বল,আমায় নতুন করে ভালোবাসবে?

আঁধার কালো মেঘ জমে
মেঘমল্লার গর্জনে, মনে জাগে ভয়!
তখন যদি আমি ডাকি,তুমি আসবে?
সব প্রতিকুলতা পেড়িয়ে পাশে দাঁড়াবে
পরম আশ্বাসে আমায় বুকে জড়িয়ে নিবে
বল,নতুন করে স্বপ্ন দেখাবে ?

মেঘে ‘পরে মেঘে ঢাকা ঐ সন্ধ্যাতারা
ঝরঝর ঝরে যখন বাদল ধারা
একলা ঘরে আসে যদি চোখ জলে ভরে
সেদিন যদি আমি ডাকি, তুমি আসবে?
অশ্রু মুছে পরম বিশ্বাসে চোখেচোখ রাখবে
বল,নতুন একটা পথের দিশা দিবে?

শ্রাবণের নির্ঘুম রাতে
জেগে থাকি নিবু নিবু প্রদীপ হাতে
অন্দর-বাহিরে ঝরে বারিধারা
উদাসী হাওয়ায় মন হয় যদি দিশেহারা
তখন যদি আমি ডাকি,তুমি আসবে?
বল,নতুন করে আমায় বাঁচতে শিখাবে?

রিমঝিম বৃষ্টিতে পড়ে নীল শাড়ি
ঝংকার তুলে নুপুরে
পদ্ম পুকুর পাড়ে
যেথায় কদম,জুঁই,মালতীর সারি
সেথায় দাঁড়িয়ে একগুচ্ছ ফুল হাতে
যদি তোমায় আমি ডাকি,তুমি আসবে?

মন্তব্য করুন