Skip to content

তুমি এসে বাঁচতে শেখালে – সুভাষ চন্দ্র দাস

হৃদয়ের মাঝে অপূর্ণতার ছবি এঁকেই যেতাম
অতৃপ্তির নাড়িতে বারবার ধাক্কা খেতাম
যদিনা তোমাকে এত কাছে পেতাম।

ভাবিনি সুযোগ পাবো কাছে আসতে
ভেবেছিলাম ফেরাবে তুমি হাসতে হাসতে
ভাবনা হলো ভুল ফুটাইলে তুমি প্রেমের ফুল।

হতাশার কালিমায় নিজেকে ভাসিয়ে দিতে
মনে মনে ডুবে গেছিলাম বিষাদের সংগীতে
তুমি আমায় কাছে টেনে সামলে নিলে।

ব্যস্ত হয়েছিলাম নিজেই নিজেকে হারাতে
একাকী হয়ে গেছিলাম সম্পর্কের পাড়াতে
নয়ন তাঁরা তুমি এসে পথ আগলে দাঁড়ালে।

অসমাপ্ত কবিতার পাতায় ভাসতে ভাসতে
জীবনের প্রদীপ নিভে যেত কোনো এক গোধূলিতে
তুমি এসে কবিতা নয় উপন্যাস লেখার প্রেরণা দিলে।

মন্তব্য করুন