Skip to content

তুমি এলে — নজরুল ইসলাম খান

কী করা যায় সেই ভাবনায়
যাচ্ছিলাম যে ঘেমে ।
তুমি এলে সব ভাবনা
হঠাৎ গেল থেমে।
চারিদিকে বয়ে গেল
দখিনা সুবাতাস।
এক পশলা বৃষ্টি নামার
পেলাম যেন আভাস ।
মনের ঘরের বন্ধ দূয়ার
গেল দ্রুত খুলে।
প্রবেশ করলে তুমি সেথায়
সব অভিমান ভুলে।
আমার ভূবন উঠল জেগে
প্রাণের স্পন্দনে ।
সাথে আমার জায়গা হল
তোমার কঠিন মনে।
২৮/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা

মন্তব্য করুন