Skip to content

ঘন কালো মেঘের আড়ালে
চমকিত বজ্রের বিকট শব্দে
স্পন্দিত বুক চিরে গেল যেন
হঠাৎ,
মাথা নিচু করে তোমার চলে যাওয়া
চমকিত হলাম বটে, নিস্তব্ধ হলাম
তুমি কতটা বহুরূপী, ছলনাময়ী !
তুমি কতটা নিষ্ঠুর বিশুদ্ধ কলো
তুমি রঙ ধণুর মতো হঠাৎ জেগে ওঠা
সূর্যের বিপরীতে ক্ষণিকের ইমিটেশন!
তোমাকে ভালবাসা মানে
অথৈ সাগরের নোলা জলে ডুবে মরা
তোমার ঠিকানা বলতে কিছু নেই
তুমি এক ধোঁয়াশা !
নির্ম্ম বিষাক্ত কালো ধোঁয়া, মৃত্যু ভয় !
ঘুন পোকায় খাওয়া স্পন্দনহীন প্রাণ
কিছুই পাচ্ছি না তবু যে তাকিয়ে ছিলাম
সেটাও ছিল ভুলে ভরা কবিতার চরন।
—————————————

মন্তব্য করুন