Skip to content

তার আকাশ নীল – মুশফিক বরাত

আমার জীবন থেকে হারিয়ে গেছে হতাশা
হারিয়ে গেছে বিরক্তি;
প্রেম, মোহসুধা, দুর্বার গতিময়তা।
দুঃখ-ক্লেদ, গ্লানি।

বন্ধুরা পিছুটান দিয়েছে সমালোচনা ভুলে
অসহায় খরগোশ কেড়ে নিয়েছে বিজয়ের হাসিটি।
এবং চাটুকার কেড়ে নিয়েছে ঘুম।

যেমন আমি দেখেছি নদীর অসম্ভব গতিময়তা
তার ক্ষীপ্রতা, টালমাটাল স্রোত।
দূরের সাইনবোর্ডটি যেমন স্থির দাঁড়িয়ে থাকে
ঠিক তেমনটি নয়।
দ‍্যাখ- মোটেও তেমনটি নয়।
ঠিক যেন অন‍্যরকম।
তোমার নেত্রের কোমল পলক
আমাকে যেমন মুগ্ধ করে
আমাকে যেমন হারিয়ে ফেলে: ক্রমশ হারিয়ে ফেলে
যেন আমরা ঢুকে পড়ি বারবার
ক্ষীপ্রতায়, অসম্ভব ক্ষীপ্রতায়।

তুমি এনে দিয়েছ আমাকে প্রশান্তি, একটু স্থিততা,
একটু ছায়া।
আমাকে ক্রমশ জড়িয়ে ধরো
আনন্দের অবগাহনে।
উপসংহারে তুমি যেন ব’লো না
হতাশা বললেই হতাশা।

মন্তব্য করুন