Skip to content

তারে মনে পড়ে -রমেন মজুমদার

🙏 তারে মনে পড়ে 🙏
–রমেন মজুমদার, ২৬/০৭/২০২৩

ছাড়িয়া আসিনু আমি কতদিন আগে,
তাহারে পড়িল মনে, জীবন প্ৰভাগে ।
কোথা মা,-রে তুই আজি! এ’ দাস তোমারে;
রাখিল প্রণতি পদে; দীর্ঘদিন পরে ।।

প্রবাসে আসিয়া আমি যাতনার প্রাণে,
সহিতেছি কত জ্বালা বার্ধক্যের সনে!
প্রবাসে এ’দাসে তোরে করেছি স্মরণে…
সাধনার সাধ জাগে;হৃদ অন্তর্ধ্যানে ।।

আজি মোর,মনঃকোকনদে দুঃখ ভাসে!
নিয়তি আমারে লয়ে ক্রুরহাসি হাসে !!
যে নদ ছিল সুখে; না ছিল পরমাদ…
তোর স্নেহ বিনে হেথা ঘটিছে প্রমাদ।।

দৈবের নিয়তি ভালে লেখা ছিল এই;-
ক্ষয়িল সৌহার্দ্য প্রাণ!মমতা খোয়াই।
জীবন নদের তীরে ভাসে সব আশা;
চতুর্দিকে দেখি সব অনন্ত কুয়াশা।।

কখন কি ভেবেছি আমি, খসে যাবে তারা-
জীবন আকাশ থেকে,সব যাবে মারা!
এ’দেহ নশ্বর জানি; — দণ্ডের সময়;-
জন্মিলে মরিতে হয় ! অমর কে রয় ?

নাহি খেদ এ প্রাণে,যদি না রয় কিছু!
চিরস্থির নীর কবে?-ধায় মৃত্যু পিছু!!
নিষ্ফল আকাঙ্খা মোর বৃথা ধীরে বয়
কবে কোন জীবকুল হয়েছে অক্ষয় ।।

বঙ্গেতে জনম লয়ে ছিলাম সুখেতে,
সমুখে রঙ্গিন কাঁচ মাতিনু তাহাতে;
থাকিত আশিস যদি কৌলিন্যে সান্নিধ্যে
কেন পদ দগ্ধতাপে,- পড়ে হ্রদ মধ্যে।।

আজি যদি ধীর প্রাণ রহিত বঙ্গেতে
মাতৃ অভিশাপ! তবে, পশে কি মনেতে ?
ঘৃণার কুণ্ঠিত ধিক! লয়েছি এ’প্রাণে …
খুঁজি সুখ বৃথা আমি তবে কী কারণে।।

প্রবাদে রয়েছে লেখা ছাড়েন যে গৃহ,
রোগ-শোক-দুঃখ না রে মোছে সেই দেহ!
তার সাথে জননী জন্মভূমি যে ছাড়ে
বিরাগে সপিয়া শাপ দেয় বুঝি তারে ?

তবে যদি দয়া করো কৃপায় আমারে,
দেহ মোর তব দাস, লয় নতশিরে ;-
দোষ-গুণ ভুল ত্রুটি,ভিখ মাঙ্গে দাসে;
ক্ষমিও আমারে তুমি থাকিতে প্রবাসে।।

অমর করহ মাত: দাস সুবরদে —
পুনঃমতি দানে দীক্ষা করো মৃত্যু হ্রদে
তামরস মানসে মা,স্মৃতি-জলে ধরে
কাম-ক্রোধ রোধ কল্পে করহ আমারে।।

কভু যদি জন্ম লই বঙ্গের জননী –
গর্ভে; দেশ ত্যাগ;কভু না রে মানি-
এ’মনে; জীবন ভ্রান্তির অনলে পুড়ি!
তাহারে পড়ে মনে মা;হৃদ পূর্ণে স্মরি।।

অশোক নগর,উত্তর চব্বিশ পরগনা।

মন্তব্য করুন