Skip to content

তারার মিটিমিটি

রাতের আকাশে যখন,

তারাগুলো মিটিমিটি জ্বলে

মনটা তখন হারিয়ে যায়

তারাদের মাঝে।

কত সুন্দর তুমি তারা,

কত সুন্দর তোমার তারার খেলা।

যদি মানুষের মনের তারাগুলো

এমনভাবে জ্বলে উঠতো,

তাহলে মানুষের মনে,

থাকতো না কোন হিংসা-বিদ্বেষ।

মানুষের মন হয়ে যেত তখন

আলোর ভাণ্ডার।

সেই আলো নিয়ে যেত মানুষকে

সত্যের পথে।

থাকতো না মিথ্যার বাঁধা আর আক্ষেপ।

জীবন হতো তখন আনন্দময়।

মন্তব্য করুন