Skip to content

তারপরও — নজরুল ইসলাম খান

অনেকের লেখা ভাল লাগেনা একটুও ।
তারপরও মন্তব্য করতে হয়, সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে।
তা না হলে যে গোসসা করে সকলে ।
বসের কার্যকলাপ পছন্দ হয় না মোটেও ।
তারপরও বলতে হয় জী জনাব ।
তা না হলে যে চাকরি করা হয়না ।
নেতার ভণ্ডামি জেনে গেছি আগেই ।
তারপরও স্লোগান দিতে হয়,
আমার নেতার চরিত্র, ফুলের মতন পবিত্র ।
তা না হলে যে অস্তিত্ব থাকেনা ।
বন্ধুদের আচরণ কষ্ট দেয় বড় ।
তারপরও বলতে হয় ঠিক আছে সবই ।
তা না হলে যে একা হয়ে পড়তে হয় ।
স্ত্রীর বায়নায় অতিষ্ঠ হই নিত্য ।
তারপরও হাসি মুখে বলি সব হবে ক্ষণ।
তা না হলে যে সংসার চলেনা।
রোগে শোকে জর্জরিত হই মাঝে মাঝে ।
তারপরও কেউ জিজ্ঞেস করলে বলতে হয় ভাল আছি, ঠিক আছি ।
তা না হলে যে দুর্বলতা প্রকাশ পায়।
স্বাভাবিক মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই সব সময়।
তারপরও খাপ খাওয়ানোর জন্য অভিনয় করতে হয়
নিরন্তর ।
তা-না হলে যে – – – –

০৯/১০/২০২২
টুটপাড়া , খুলনা

মন্তব্য করুন