Skip to content

তাকে ভালবাসতে পারিনি এ এস এম নিয়াজ মাহমুদ

অনেক প্রহরের জলাঞ্জলি দিয়েছি,
অনেক কথার অপমৃত্যু লিখিছি
নিজ হাতে
নিঃশব্দে
সহস্র বেদনাকে পাঠিয়েছি
নির্বাসনে কৃতদাস রুপে আমাজনের গহীন অরণ্যে
হিসেবের খাতা তুলে রেখেছি সিন্দুকেই
ব্যথাতুর হৃদয়ে কেবলই চেয়েছি
সুখী হোক আমার প্রিয় বন্ধুবর।

শুধু
কি এক অদ্ভুত সুখ
খুঁজে বেড়িয়েছি তোমার মাঝে
ঝরা শুকনো পাতার গন্ধ শুঁকেছি
তোমাকে নিয়ে এক মহাকাব্য লিখবো বলে।

আজ আমার সবচেয়ে কাছের বন্ধু
দূরের আকাশ ,
সারা বিকেল কেবলই
আকাশের দিকে তাকিয়ে থাকি।
লক্ষ তারকার মাঝে খুঁজি তোমার প্রিয়মুখ।

আজকাল আমার উঠোনে অদ্ভুত এক
বেহিসেবি তপ্ত লোনা জলের আনাগোনা ।
অসহায় ভেবে আমাকেই ভালবেসে
দিব্যি ছেড়েছে তার আদিম বন্ধুদের ।
অথচ আমি
তাকে ভালবাসতে পারিনি
বুকের ভেতর বরফ জমানো পারদ ঘৃণায়!

মন্তব্য করুন