Skip to content

তাকাতে নেই —- জামাল ভড়

তাকাতে নেই কে কী পরলো না পরলো
তাকাতে নেই কে কী খাচ্ছে না খাচ্ছে
তাকাতে নেই কে কার কোথায় চুমু দিল না দিল
তাকাতে নেই খালি চোখে সূর্যের দিকে
পাহাড়ের অতল খাদের ধারে দাঁড়িয়ে
তাকাতে নেই নীচের দিকে ।

তাকাতে নেই পরের সম্পদের নেই
তাকাতে নেই পরস্ত্রীর দিকে
তাকাতে নেই কার বাইকে কে যাচ্ছে না যাচ্ছে
তাকাতে নেই পার্কে কারা ঘেঁষাঘেঁষি বসে
তাকাতে নেই কোন মা যখন
তার শিশুকে দুধপান করায় ।

তাকাতে নেই উপরের দিকে
দৃষ্টি থাক মাটির দিকে ।

মন্তব্য করুন