Skip to content

তবু দুঃখ চাই

  • by

আমি মাঝে মাঝে দুঃখ কিনে আনি
আসাদ গেইট হয়ে তাজমহল
নয়তো হাউস বিল্ডিং হয়ে চন্দ্রিমা থেকে ,
খুব সস্তা দুঃখ ।
স্বযত্নে নিয়ে আসি শোবার ঘরে,
তারপর ভাবি যে এদের রাখবো কোথায় ?
মাঝে মাঝে ভাবি নীল একুরিয়ামটায় দুবিয়ে রাখি
আবার মনে হয় কোকিলটার খাঁচায় বন্দি করাও যায়।
নাহ ,
শেষমেশ রেখে দেই নিজের কাছেই একান্তে ,
হৃদপিণ্ডের কোটরে।
নিষিদ্ধ করিডোরে সবার প্রবেশ নিষেধ ,
শুধু রক্ত সময় করে হাজিরা দিয়ে যায়,
ওরা দেখতে আসে আমার দুঃখগুলোকে ।
কেমন একটা বিমর্ষতা নিয়ে ছড়িয়ে যায়
আমার শরীরে , মস্তিষ্কে ।
এখন আর আমার একা লাগে না ,
দুঃখ আর আমি বেশ আছি।
সব দুঃখ ফুরিয়ে গেলে
আবার হয়তো খুজতে বের হবো
ওইসব চেনা গলিতে ,
শপিং কমপ্লেক্স এর সিঁড়িতে নাহলে সস্তা পার্কে ।
তবু দুঃখ আমার চাই ।

মন্তব্য করুন