Skip to content

তবু তুমি এসো ফিরে আবার – পবিত্র প্রসাদ গুহ

বর্ষা আসেনি তবু সবুজে শ্যামলে ভরে উঠছে হৃদয়ের বাগান খানি,
পাট কাটা ক্ষেত হা হা কার করে একটু ভালোবাসা পাবার আশায়,
এসো তুমি আবার, ইচ্ছে যদি হয় তোমার ,
প্যাঁক প্যাঁক হাঁসের ডাকে নেচে উঠেছে দীঘি জল,
শাপলা শালুক আর পদ্মে সেজে গুজে আছে সে – আর একটু ভালবাসার মোহে,
কচি পাটের বেশে, ইচ্ছে হলে বর্ষার ভেজা নীল মেঘ হয়ে এসো তুমি আবার,
খুঁজে নেবো আমি তোমায় ভেজা ভেজা নীল মেঘের ফাঁকে,
বা গাং চিলের সাদা কালো ছোপ ডানায় উড়ে ফিরে এসো তুমি আবার,
রামধনু মাখা ফড়িঙের স্বচ্ছ পাখনায় তুমি এসো,
তবু তুমি এসো ফিরে আবার।

মন্তব্য করুন