Skip to content

তবু কত দূরে —বৃষ্টি মন্ডল (মেঘবালিকা)

অভিমানের পাহাড় জুড়ে
বিরহের করুন সুরে
রাগ-রাগিনীর ভীষণ জ্বরে
ইগোর ঠিকানা নিলে কেড়ে

কাছে তবুও কত দূরে…

ভুক্তভোগী হলাম দুই মেরুতে
ভালো নেই কেউ
হাতটা বাড়িয়ে আজও আছি
ভেঙে এসো সব ঢেউ।

মন্তব্য করুন