Skip to content

তবুও দেখা হোক- প্রকৃতি প্রভা

জানি, কোন দিন দেখা হলে কষ্ট হবে খুব
বুকের ভেতর চিনচিনিয়ে উঠবে হঠাৎ করে,
অস্থিসন্ধি মোচড় দিয়ে উঠবে হঠাতই
আমি দাঁড়িয়ে যাব নির্বিকার ভাবে।

চলতে চাইবো, কিন্তু পা উঠবে না আমার
কিছু বলতে চাইবো, কিন্তু স্বররোধ হবে আমার,
স্মৃতির শহরের অবাধ প্রবাহে হয়তোবা
কিছুক্ষণের জন্য থেমে যাবে পুরো শহর।

সেদিন নির্লিপ্ত ভাবে চেয়ে থাকা ছাড়া,আমার আর কিছুই করার থাকবে না।
নিজেকে অসহায় বোধ হবে খুউব করে
তবুও চাইবো, দেখা হোক,
কোন এক ব্যস্ত শহরে, ব্যস্ততাকে ঘিরে
শরৎ এলে দেখা হোক!
দেখা হওয়ার কোন প্রয়োজন নেই,
তবুও দেখা হোক!

মন্তব্য করুন