Skip to content

তবুও তোমরা ভালো থেকো – ইন্দ্র চন্দ্র নীল

ভালো থেকো…
তোমাদের এই শহরে আমি হয়তো আর ফিরে আসবো না,

তোমাদের এই রঙিন দেয়ালে আমার নোংরা হাতে
ভালোবাসি বলে আর কখনো ভালোবাসি লিখবো না ।
ভালো থেকো,,,,খুব ভালো থেকো।

তোমরা ভালো থেকো…
আমায় নিয়ে অকারণে তোমাদের আর ভাবতে হবে না, কেনই বা ভাববে এই মূল্যহীন মানুষ টার স্বপ্ন নিয়ে। না কোন লাভ নেই তাতে। একদম ঠিক।

তোমাদের মন খারাপে সান্ত্বনা দেয়ার জন্যও আমাকে আর পাবে না-
আমাকে আর পাবে না তোমাদের হাসির ভিড়ে।
আমি থাকতে চেয়েছিলাম দেখতে পেলাম আমি শুধু উপহাস, উপেক্ষা, অবহেলা ছাড়া কিছুই পাইনি।

আমি হারিয়ে যাবো দূরে বহুদূরে
আর কখনো ফিরবো না তোমাদের মাঝে।
যে স্বপ্ন গুলো বুনেছিলাম সব একটা পুটলি করে ছুড়ে ফেলবো খরস্রোতা নদিতে। তারপর!
তারপর আবার নিজেকে নিয়েই থাকবো।

ভালো থেকো…
আমি চলে যাচ্ছি একবুক অভিমান নিয়ে
চলে যাচ্ছি সেখানে,যেখানে আপন কেউ।।
নেই অভিমান করার কেউ!
নেই কষ্ট দেবার কেউ নেই।

আমি হারিয়ে যাই, মরণে মিশে যাই
দু’চোখের জলে ভেসে যাই!
কখনো বলবো না!
কখনোই আমি বলবো না তোমাদের কেউ ছিলাম,
তোমরা আমার কেউ ছিলে। ভুলে যাবো।
ভুলে যেতেই হবে।

তবুও…. তোমরা ভালো থেকো।

মন্তব্য করুন