Skip to content

তবুও আমি তোমার পাশেই শুই ✍️ আলমগীর কবীর।

তবুও আমি তোমার পাশেই শুই
✍️ আলমগীর কবীর।

তোমার রুমে তিনটি খাট
একটায় তুমি অন্যটিতে তোমার রুমমিট
আর আরেকটি এমনিতেই খালি পড়ে থাকে।

তোমার রুমমিটও তেমন একটা বেশি সময় থাকেনা
আমি চাইলে ওর খাটায়ও ঘুমোতে পারি
কিন্তুু আমি যখন আসি তখন ইচ্ছে করেই তোমার পাশে শুয়ার একটা বাহা করি, আর অমনি শুয়ে পরি।

আমি চাইলে পাশের রুমের খালি বেডগুলোতে থাকতে পারি, তবুও আমি অন্য রুমে বা কোথাও যাইনা, শুধু তোমার পাশে শুতে চাই বলে, তোমার রুমে তোমার পাশেই শুয়ে পরি।

মন্তব্য করুন