Skip to content

তখন কবিতা হয়ে যায় -পংকজ পাল

মস্তিষ্কেরও ক্ষুধা পায়…
নতুন নতুন শব্দ খাওয়ার জন্য,
ভিতরে জ্বলে; নিরবে জ্বালায়।
সমস্বরে তরঙ্গ বহে অঙ্গে
বুদবুদ করতে থাকে-
টগবগে রক্তস্রোত,
নিঃশব্দে বাক্য তৈরি করতে থাকে-
এলোমেলো শব্দগুলো,
হৃদয় পদলেহন আর বঞ্চনার-
গণসঙ্গীত গায়,
শব্দরা আমায় তখন চিবিয়ে খায়।
আমি শব্দ সারিবদ্ধ করে গুছিয়ে-
বের করে দেই
তখন কবিতা হয়ে যায়।

মন্তব্য করুন