Skip to content

ঠেক চুরি

টের পাওয়া যাচ্ছিল একটু একটু করে,
রকের আড্ডাবাজ কিশোর যুবকেরা গোপনে গোপনে কি যেন শলা পরামর্শ করে, ঘোরে ফেরে, ঠেকে আড্ডায় নয় , অন্য কোনো খানে অন্য কোনো ঘরে,
শোষকের জীবন স্তব্ধ করে দিতে হবে চিরতরে ,একেবারে,
লালগড় নকশালবাড়ী বীরভূম ম্যাসাঞ্জোরে, টালিগঞ্জ যাদবপুর বকুলতলা কোন্নগরে ,
সাঁওতাল পরগনায়,
গ্রাম শহরের অলিতে গলিতে রাস্তায়,
পুলিশের গাড়ি টহল দেয়,অন্ধকারে, গোপন ডেরায়,
প্রায়ই শুনি গুলি বোমার আওয়াজ, অন্ধকারের নিস্তব্ধতা চিরে,
বাতাসে রক্ত বারুদের গন্ধ বড় বেশি,
আর প্রকাশ্য রাজপথে লুটোপুটি পুলিশ ও কিশোরের টাটকা মৃতদেহগুলো পাশাপাশি,
মে মাসের প্রখর গরমে পলাশ ও রক্ত এক হয়ে রাজপথে থেঁতলে অসহায়তায় , বোবা কান্নায়, কোলকাতার রোয়াকে ঠেকে শ্মশানের শান্তি বিরাজমান,
মৃদুস্বরে একটানা কান্নার রোল শোনা যায়,
নাই খোকা নাই,

বৃদ্ধেরা দাবার বোর্ড পাতে না রোয়াকে,
ঘনাদারা ভয়ে চুপ, দুষ্টেরা খোঁচর সেই ফাঁকে,
মজার গল্প গুলতানি ঢপ বন্ধ, মুখরতা মুক বাকিদেরও,
মস্তিষ্কের গোপন কক্ষগুলো ভয়ে শুকিয়ে জড়সড়,
রোয়াকে মাঝে মাঝে পড়ে থাকে দেখি চেনা অচেনা মৃতদেহ, লাশ,
পাড়ার খুব ভালো ছেলেরা আর ডানপিটেগুলো, তারা আনতে গেল বিপ্লব,
আর পেল না ফেরার অবকাশ,
দিন কয় আগে হেরেছি ক্যারামে যার হাতে,
পুলিশ তুলে নিয়ে গেল দিন দুই আগে,তাকে,
গভীর রাতে,

ওরা ভেবেছিল সমাজ বদল হবে,
ওরা ভেবেছিল সবাই সমান সুযোগ পাবে ,
ওরা ভেবেছিল ঘরে ঘরে পৌঁছে যাবে জল,
খাদ্য, শিক্ষা ,স্বাস্থ্য আর বাঁচার অধিকার,
মাথা উঁচু করে বেঁচে থাকার স্বাধীনতা, আর,
ওরা চেয়েছিল ঠেকে রোয়াকে আড্ডায় সুখ আনন্দ অনাবিল,
আপন সংস্কৃতি নিয়ে পাশাপাশি সব ধর্ম সমন্বয়ে জঙ্গল সাঁওতাল কোল ভিল,
দৃঢ় হস্তে ধরবে দেশের হাল,
চারু মজুমদার কিষান অসীম কানু স্যান্যাল,

ঘনাদা, টেনিদার সাথে , কাটাবে সুখের আবেশে আরো অনেক অনেক কাল,
ছোটাবে কথার ফোয়ারা মন খুলে ,যে যেমন চান,
মাটির চায়ের ভাঁড়ে অনায়াসে তুলবে তুফান,
হৃদয়ে হৃদয়ে শুধু বয়ে যাবে আনন্দ কোলাহল,
ক্যারাম ফুটবল আর মোহনবাগান ইষ্টবেঙ্গল,

শান্ত হলে সব, হাওড়া ব্রিজের নীচ দিয়ে কত জল বয়ে গেল,
রক্তপাত ও বিপ্লবের পরে শহীদের লাশের ওপর শকুন ও শেয়ালের দল রাজা মন্ত্রী হল,
এবং সবই একই রয়ে গেল,আগের মতই
বদল হল না কিছুই, শুধুমুধু রক্তক্ষয়,
কেবল হারিয়ে গেল কত তাজা প্রাণ, ভ্যানিশ , আনন্দ ভিসুভিয়াস ঠেক আড্ডা মজলিশ,
চুরি হয়ে গেল ঠেক আড্ডা উত্তরের রোয়াক,
আবেগী বাঙালি ঠেক চুরি হতে দেখে বস্তুবাদী বেবাক,
সে বুঝতে গেল দেওয়া নেওয়া মানে,
ভাব বিনিময় নষ্ট হল , ক্ষমতা ও অর্থের গুনে,
একাত্তর বড় বেশি দাম নিয়ে গেল
পলকে বদল চরিত্রে বাঙালি মন মনন আর আনন্দ ঠেকগুলো….

//২৭/০৩/২০২১///বদল/////

মন্তব্য করুন