Skip to content

ঠিক তোমাকেই দেখেছিলাম — পংকজ পাল

আমি দেখেছিলাম!
ঠিক তোমাকেই দেখেছিলাম।
ছয় ক্রোশ পথ ভেঙ্গে,
পাঁক বালি জল ডেঙে,
তটিনী তট বেয়ে,
চাকচিক্য নয়! সাধারণ- সাদা বেসে
শুধু তোমাকেই দেখেছিলাম।

কাশফুলে নেচে নেচে;মাথা টা ঘেঁষে ঘেঁষে,
হাঁসপালক ইশারায় সেই পথ পেয়েছিলাম,
কেবল-তোমাকেই দেখেছিলাম।

দলশেকড় কালো কেশ; লেগেছিল খুব বেশ,
এত দেখে তবুও-
হয় নি দেখার শেষ।

সেই কি তুমি!
একবার শুনি; একটু শুনি!
হল না কোনো কথা,
হল না মালা গাঁথা
এখনো মনে হলে, বুকেতে লাগে ব্যথা।
আড়চোখে চেয়ে চেয়ে তোমাকেই দেখেছিলাম,
শুধু তোমাকেই দেখেছিলাম।

মন্তব্য করুন