Skip to content

টোকাই – ( সাখাওয়াত হোসেন)

কুয়াশা চারিধার, ভয়ানক অন্ধকার
নীহারিকা পথ হারায় বারবার
দুঃখ-কষ্ট জীবন মিলেমিশে একাকার
আলিঙ্গনে পাইনি কোন উপহার
কুকুরের সাথে ভাগ করে খাই উচ্ছিষ্ট খাবার।

রুগ্ন দেহে ছেঁড়া বস্ত্র গায়
কাগজ কুড়াই ফুটপাতে, ঘুমাই রাস্তায়
ঝড়, বৃষ্টি আর অনাদরে কষ্ট পাই অবহেলায়
চোখ রাঙ্গিয়ে সবায় দূরদূর করে তাড়ায়।

স্বাধীনতা দিবসের মানে আমাদের জানা নাই
বাঁচার তাগিদে প্রতিনিয়ত করে যাই লড়াই
আমাদের জীবনে ভালোবাসার নেই কোন বড়াই
মায়ের দেয়া নামে কেউ ডাকে না, সবাই বলে টোকাই।

মন্তব্য করুন