Skip to content

টুকরো কথা (ব্যবধান) – বোরহানুল ইসলাম লিটন

মরুর রূপে নয়
নাড়ায় আগুন দেয়া জমির হালতে
কৃষ্ণবর্ণ ধারণ করছে ক্রমশ চৈত্রের পৃথিবী।
কয়েক লক্ষ মাইল নিচে নেমে গেছে পানির স্তর,
তৃণলতা জন্মাবে সে’ সাধ্যও নেই।
এখানেই আমার স্বপ্নগুলো –
পুচ্ছে সুতো বাঁধা ধড়ফড়ে ফড়িং ছানা।

দোষ দিই না লীলাবতী
দোষ দিই না তবু,
নির্বাক মধ্যবিত্ত হিসেবে গড়ে নিয়েছি নিজেকে, অবশেষে।
জীবনটা যখন ইনফ্লুয়েঞ্জা রোগীর পাতে
তেলে ভাজা আধা কাঁচা গিমা শাকের ডাকে
হয়ে ওঠে আস্থাশীল
শুধু তখনই বলি –
হয়তো বেঁচে থাকতে পারতাম সুধীরে,
এক ফোঁটা শিশির কণা শিরে ধারণ করে
সদ্য জন্মা দূর্বাঘাস হয়ে নিভৃতে,
হোক যতোক্ষণ পর্যন্ত, না করে ভূখণ্ড রৌদ্রস্নান –
যদি তোমার মুখ আর মনের সজীবতা (সত্যতা)
পানির স্তরের মতো নিদেনপক্ষে এতোটা না পেতো ব্যবধান।

মন্তব্য করুন