Skip to content

টুকরো কথা – বোরহানুল ইসলাম লিটন

(১) পোড়ার গন্ধ

যে কোন পোড়ার কষ্ট অনেকটাই অনুমেয়,
নাকে ধেয়ে আসে বলে গন্ধ।
কিন্তু কলিজা পুড়লে?
চোখের জলে অথবা কথার ছলে
তাকেই শুঁকে যেতে হয় আজীবন,
এটাই নিয়ম!

তবে তারও নাকে পৌঁছতে পারে –
যদি বিশ্বাসী ভালোবাসার
অমিয় কথায় গড়া রজ্জুর গিট্টুতে
দু’টি হৃদয়ের মাঝখানে জেগে থাকে
চির সবুজ এক ঝুলন্ত উদ্যান!

(২) কেমনে রাখবো মান!

কেমনে রাখবো এতো কবিতার মান
আমি যে কুঁড়ের বাসি!
এই অবেলায় বসে লিখছি যা কিছু
পেরিয়ে নিযুত গলি
এলে তার কথাকলি
নক্ষত্রের দেশ থেকে ভাসি?

মন্তব্য করুন