Skip to content

টাকা

টাকা টাকা করো কেন
টাকা দিয়ে কি হবে?
খুব বেশি টাকা হলে
চিন্তাতেই মরে যাবে।
এই শুনে বাবুরাম,
বলে উঠে চেঁচিয়ে;
ছাদে আছে টাকা চাপা,
আনো সব ঝেঁটিয়ে।
আরও আছে বাথরুমে,
খুলে দেখো মিটকেশ;
ঝেড়ে দেখো বুট গুলি,
এইখানেই নয় শেষ!
কিছু আছে বাগানেতে
কিছু আছে গাড়িতে;
কিছু আছে আটকানো
গিন্নীর শাড়িতে।
ভাবে লোকে শুধু টাকা
আছে মোর গুপ্ত,
আরও আছে সোনা কিছু
কেজি দশ যুক্ত।
আছে সোনা টয়লেটে
সোনা আছে গোয়ালে,
পাথর আছে একখানি
সোনা হবে ছোঁয়ালে।
টাকাতেই টাকা বাড়ে
একথা যে সত্য,
তা নাহলে কেইবা
এত টাকা করত।
নোট খাও ঠেসে ঠেসে
বাড়বেই তবে পেট,
টাকা টাকা গন্ধেতে
দামি মাথা হয় হেঁট।
গরিবেরা যায় মারা,
নেই কাছে টাকা তাই;
চেয়ে দেখো ধনী মরে
টাকার ওই চিন্তায়।
তবু আমি খাবো টাকা
পেট যদি যায় ফেটে,
টাকা দিয়ে রাজা আমি
সব মিলে পা চাটে।।

মন্তব্য করুন