Skip to content

ঝুল বারান্দা//-সুবীর মণ্ডল

শেষ বিকেলের ঝুল বারান্দায়,
এক চিলতে রোদ, স্মৃতি এঁকে দেয়।
কত কথা, কত পাপ
মিলে মিশে দহন জ্বালায়।
নিয়ে আসে প্রশ্নমালা
হিসাব চায় কড়ায় গণ্ডায়।
মেলে না অনেক কিছু
মন জুড়ে বিষাদ ঘনায়।
কালো স্মৃতি গুলির তাড়নায়
জীবনের গতি থমকে দাঁড়ায়।
অন্ধকারে চলা আলোর আশায়
হয়ত সে পথ সুদূর-
শেষ হয়েও শেষ হওয়ার নয়……
যত ক্রোধ দুঃখ বেদনা
কুরে কুরে খায় শেষ বেলায়
ভালো কিছু সেখানে মূূূূল্য পায় না।

মন্তব্য করুন