Skip to content

জ্যান্ত দুর্গা

যে হাতে দিয়েছ গেঁথে খড় কাঠামোর পরিপাটি
আলো বাতাস হীন ঘরে মেখেছ রোজ কত কাদা মাটি
পাল বাড়ির সেই ছেলেটির দিন চলে না মাটির পুতুল গড়ে
অমাবস্যার রাতের মত মুখে দৃষ্টি পড়ে না তার অন্ধকার ঘরে

#*’যে হাতে এঁকেছে ত্রিনয়ন, দিয়েছে তাতে প্রাণ
সেই হাত শিখেছে লড়াই বেঁচে থাকার গান
তেরোপার্বণে হাজার কাহিনী জীবনের বারোমাসে
একই পটভূমি চালচিত্রের কেউ কাঁদে কেউ হাসে’ *#।

অস্ত্রের সাজে সেজেছে বেশ দুর্গা নামের জয়
জীবন্ত দুর্গারা তবু ধর্ষিত, বেঁচে থাকা সংশয়।

পেটের দায়ে ধরেছে কোদাল একশ দিনের কাজে
কিছু দুর্গা তুলেছে ইঞ্জিন অটো-টোটো, অন্ন বস্ত্র লাজে
এক দুর্গা আছে বেশ আনন্দে, মিষ্টি পায়েস আয়েসে
এক দুর্গা বিকোয় জীবন এক রাতের ফারমাইস এ
মাটির দুর্গাকে দেখতে ভিড় জমেছে কোটি টাকার প্যান্ডেলে
আমার দুর্গারা বাটি হাতে ভিক্ষ মাগে ছেঁড়া জামা স্যান্ডেলে

সব দুর্গার মুখে পুজো পুজো গন্ধ মাখবে যবে
তোমার পুজো সেদিন মাগো সত্যি সফল হবে।

মন্তব্য করুন